ঘরমুখো মানুষ

গাবতলীতে ঘরমুখো মানুষের ভিড়

গাবতলীতে ঘরমুখো মানুষের ভিড়

আর কয়েক দিন বাদেই পবিত্র ঈদুল ফিতর। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তাই গত কয়েক দিন ধরেই রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে নিজ গন্তব্যে ছুটছে মানুষ। সেই ধারা অব্যাহত আছে আজও। সকালে গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে বাড়িফেরা মানুষের ভিড়।

কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়, সময় মতো ছাড়ছে ট্রেন

কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়, সময় মতো ছাড়ছে ট্রেন

ঈদুল ফিতর ঘিরে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে। সপ্তাহজুড়ে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার ‘যুদ্ধ’ শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা করছেন যাত্রীরা। ২৫ মার্চ যেসব যাত্রী অগ্রিম টিকিট পেয়েছেন তারাই আজ কমলাপুর থেকে যাচ্ছেন দেশের বিভিন্ন গন্তব্যে।

পাটুরিয়ায় ঘরমুখো মানুষের চাপ

পাটুরিয়ায় ঘরমুখো মানুষের চাপ

পরিবারের সাথে ঈদের আনান্দ ভাগাভাগি করে নিতে বৃহস্পতিবার ভোর রাত থেকেই পাটুরিয়া ঘাটে প্রাইভেটকার, ব্যক্তিগত গাড়ির চাপ বাড়তে থাকে। পাশাপাশি বাসেরও চাপ বেড়েছে। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী শত শত যানবাহন পারাপারে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ।

শিমুলিয়ায় ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ

শিমুলিয়ায় ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ

ঈদুল আজহাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আজও দেশের দক্ষিণবঙ্গগামী ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ রয়েছে। বিধিনিষেধ শিথিলের দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় যানবাহনে যাত্রীরা ঘাটে উপস্থিত হচ্ছেন।